আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জানিয়েছেন, কাতার ও সৌদি আরবের আহ্বানে সাড়া দিয়ে আপাতত পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাত থামানো হয়েছে।
রোববার (১২ অক্টোবর) ভারতের নয়াদিল্লিতে সফরকালে তিনি একথা জানান।
তিনি আরও বলেন, “গতকাল রাতে আমরা আমাদের সামরিক লক্ষ্য অর্জন করেছি। আমাদের বন্ধু কাতার এবং সৌদি আরব আহ্বান জানিয়েছে, এই দ্বন্দ্ব শেষ হওয়া উচিত। তাই এ মুহূর্তে আমাদের পক্ষ থেকে সংঘাত স্থগিত রাখা হয়েছে।”
তিনি আরও জানান, “পাকিস্তানের সাধারণ মানুষ শান্তিপ্রিয় এবং আফগানিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক চাইছেন। সাধারণ জনগণের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই।”
তবে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “যদি পাকিস্তান ভালো সম্পর্ক ও শান্তি চাই না, তাহলে আফগানিস্তানের হাতে অন্যান্য বিকল্পও রয়েছে।”
প্রসঙ্গত, শুক্রবার-শনিবার সীমান্তে সংঘটিত তীব্র সংঘর্ষে দুইপক্ষই হতাহতের সংখ্যা প্রকাশ করেছে। পাকিস্তান দাবি করেছে, তাদের হামলায় আফগান তালেবান ও অন্যান্য যোদ্ধা ২০০-এর বেশি নিহত হয়েছেন, এবং নিজেদের ২৩ সৈন্য মারা গেছেন।
অন্যদিকে আফগান সরকারি মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, আফগান বাহিনীর আঘাতে ৫৮ পাকিস্তানি জওয়ান নিহত হয়েছে, এবং আফগান বাহিনীর নয়জন নিহত হয়েছেন। পাকিস্তানি সামরিক মিডিয়া উইংও জানিয়েছে, রাতের সংঘর্ষে তাদের ২৩ সেনা নিহত ও ২৯ জন আহত হয়েছেন।