চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চাকসু) কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ এবার ওএমআর (OMR) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
রবিবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, প্রতিটি ভোটার প্রার্থীর নাম, পদবি, ব্যালট নম্বর, ২৪ অঙ্কের নিরাপত্তা কোড এবং একটি গোপন কোডসহ নির্ধারিত বৃত্ত পূরণ করবেন। একাধিক বৃত্ত পূরণ করলে ভোট বাতিল হবে।
ভোটগ্রহণ হবে ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনের ১৫টি কেন্দ্রে মোট ৬১টি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ ৫০০ জন ভোটার অংশ নিতে পারবেন। এবারের নির্বাচনে কেন্দ্রীয় ২৬টি পদে ৪১৫ জন প্রার্থী এবং হল ও হোস্টেল সংসদের ২৪টি পদে ৪৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতিটি ভোটকক্ষে দায়িত্ব পালন করবেন একজন প্রিজাইডিং অফিসার, একজন শিক্ষক ও একজন কর্মকর্তা। সহায়তায় থাকবেন দুইজন কর্মচারী, একজন রোভার স্কাউট ও একজন বিএনসিসি সদস্য। প্রতিটি প্রার্থী প্রতি কেন্দ্রে একজন করে পোলিং এজেন্ট রাখতে পারবেন।
ভোট শেষে অব্যবহৃত ব্যালট সিলমোহরসহ ফেরত পাঠানো হবে। প্রতিটি ব্যালট দুইবার স্ক্যান করা হবে— প্রথমে ডিন অফিসে, পরে বিশ্ববিদ্যালয়ের আইটি অফিসে। দুই ফলাফল মিললে সেটিই চূড়ান্ত ঘোষণা করা হবে।
নির্বাচন নিরাপদ ও সুষ্ঠু রাখতে ক্যাম্পাস ও আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস, রিজার্ভ ফোর্স, স্ট্রাইকিং ফোর্স, গোয়েন্দা সংস্থা, বিএনসিসি ও রোভার স্কাউট সহ প্রয়োজনে বিজিবি ও সেনাবাহিনীও থাকবে। ভোটারদের তিন ধাপে তল্লাশি করা হবে।
শাটল ট্রেন ও বিশ্ববিদ্যালয়গামী বাসের রুটে কঠোর ট্রাফিক নিয়ন্ত্রণ থাকবে। নির্বাচনের দিন পাঁচ ভবনে পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
প্রধান নির্বাচন কমিশনার আশা প্রকাশ করেছেন, শিক্ষার্থীরা দায়িত্বশীলভাবে ভোটে অংশ নেবে এবং কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি হবে না।