দেশে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। প্রতি লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম যথাক্রমে ৬ ও ৮ টাকা করে বৃদ্ধি করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৯৫ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া পাঁচ লিটারের বোতল সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪৫ টাকা এবং প্রতি লিটার খোলা পাম তেলের দাম ১৬৩ টাকা। নতুন এ দাম আগামী ১৪ অক্টোবর থেকে কার্যকর হবে।