চলতি বছর অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন বিশিষ্ট অর্থনীতিবিদ— জোয়েল মোকির, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।
‘উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি তত্ত্ব’ ব্যাখ্যা করার অসামান্য অবদানের জন্য তারা এ পুরস্কারে ভূষিত হয়েছেন।
সোমবার (১৩ অক্টোবর) এক ঘোষণায় এ তথ্য জানায় রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।
প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্তগুলো চিহ্নিত করার জন্য পুরস্কারের অর্ধেক পেয়েছেন জোয়েল মোকির। অন্যদিকে, ‘সৃজনশীল বিনাশ’ (Creative Destruction) প্রক্রিয়ার মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি তত্ত্বের ব্যাখ্যার জন্য বাকি অর্ধেক ভাগাভাগি করেছেন ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।
নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়েছে— গবেষণায় দেখা গেছে, প্রবৃদ্ধি সর্বদা সম্ভব হলেও তা কখনোই নিশ্চিত নয়। মানবসভ্যতার ইতিহাসে স্থবিরতাই ছিল স্বাভাবিক অবস্থা। টেকসই প্রবৃদ্ধি ধরে রাখতে হলে সম্ভাব্য হুমকিগুলো চিহ্নিত করে তা মোকাবিলা করা জরুরি।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের তথ্যমতে, এ বছরের নোবেল পুরস্কারের মূল্যমান ১২ লাখ মার্কিন ডলার।