বাংলাদেশের টানা তৃতীয় পরাজয়

স্পোর্টস ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
বাংলাদেশের টানা তৃতীয় পরাজয়

নারী ওয়ানডে বিশ্বকাপে টানা তৃতীয় পরাজয়ের মুখ দেখল বাংলাদেশ। বিশাখাপত্নমের রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে টাইগ্রেসরা। উদ্বোধনী জুটিতে আসে ৫৩ রান। রুবাইয়া হায়দা ২৫ রান করে ট্রায়নের শিকার হলে ভাঙে সেই জুটি। এরপর ফারজানা হক ধীরগতিতে দলকে এগিয়ে নেন, তবে ৭৬ বলে ৩০ রান করে মালাবার বলে ফেরেন তিনি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও ৪২ বলে ৩২ রানের বেশি করতে পারেননি।

অর্ধশতক পূর্ণ করার পর রানআউট হন শারমিন আক্তার (৭৭ বলে ৫০)। শেষ দিকে স্বর্ণা আক্তারের ঝোড়ো ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। মাত্র ৩৫ বলে দ্রুততম ফিফটি করে তিনি অপরাজিত থাকেন ৫১ রানে। নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেটে ২৩২ রান তোলে টাইগ্রেসরা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই নাহিদা আক্তারের বলে তাজমিন ব্রিটস (৯) ফেরেন সাজঘরে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে প্রোটিয়ারা। তবে ষষ্ঠ উইকেটে ক্লো ট্রায়ন (৬২) ও মারিজান ক্যাপ (৫৬) গড়ে তোলেন ৮৫ রানের গুরুত্বপূর্ণ জুটি।

শেষ দিকে নাদিন ডি ক্লার্কের ২৯ বলে অপরাজিত ৩৭ রানে তিন বল বাকি থাকতে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। আগের ম্যাচেও ভারতের বিপক্ষে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলেছিলেন ক্লার্ক।

পাকিস্তানের বিপক্ষে জয়ে শুভসূচনা করলেও পরের তিন ম্যাচেই হার দেখল বাংলাদেশ। চার ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে অবস্থান করছে নিগার জ্যোতির দল।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলাদেশের টানা তৃতীয় পরাজয়

বাংলাদেশের টানা তৃতীয় পরাজয়

নারী ওয়ানডে বিশ্বকাপে টানা তৃতীয় পরাজয়ের মুখ দেখল বাংলাদেশ। বিশাখাপত্নমের রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে টাইগ্রেসরা। উদ্বোধনী জুটিতে আসে ৫৩ রান। রুবাইয়া হায়দা ২৫ রান করে ট্রায়নের শিকার হলে ভাঙে সেই জুটি। এরপর ফারজানা হক ধীরগতিতে দলকে এগিয়ে নেন, তবে ৭৬ বলে ৩০ রান করে মালাবার বলে ফেরেন তিনি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও ৪২ বলে ৩২ রানের বেশি করতে পারেননি।

অর্ধশতক পূর্ণ করার পর রানআউট হন শারমিন আক্তার (৭৭ বলে ৫০)। শেষ দিকে স্বর্ণা আক্তারের ঝোড়ো ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। মাত্র ৩৫ বলে দ্রুততম ফিফটি করে তিনি অপরাজিত থাকেন ৫১ রানে। নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেটে ২৩২ রান তোলে টাইগ্রেসরা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই নাহিদা আক্তারের বলে তাজমিন ব্রিটস (৯) ফেরেন সাজঘরে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে প্রোটিয়ারা। তবে ষষ্ঠ উইকেটে ক্লো ট্রায়ন (৬২) ও মারিজান ক্যাপ (৫৬) গড়ে তোলেন ৮৫ রানের গুরুত্বপূর্ণ জুটি।

শেষ দিকে নাদিন ডি ক্লার্কের ২৯ বলে অপরাজিত ৩৭ রানে তিন বল বাকি থাকতে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। আগের ম্যাচেও ভারতের বিপক্ষে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলেছিলেন ক্লার্ক।

পাকিস্তানের বিপক্ষে জয়ে শুভসূচনা করলেও পরের তিন ম্যাচেই হার দেখল বাংলাদেশ। চার ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে অবস্থান করছে নিগার জ্যোতির দল।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত