ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় সোমবার ৩ হাজার ৭’শ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল, জানিয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় কারাগার দপ্তরের জনসংযোগ বিভাগ।
মুক্তি দেওয়া কারাবন্দিদের দু’টি ব্যাচে ভাগ করা হয়েছিলো। প্রথম ব্যাচটি ছিল প্রায় দুই হাজার কারাবন্দি, যারা ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের রাজধানী রামাল্লার পশ্চিমাংশে ইসরায়েলের মালিকানাধীন ওফের কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের জনসংযোগ দপ্তর জানিয়েছে, তারা দুপুরের দিকে বেইতুনিয়া শহরে পৌঁছান। আন্তর্জাতিক মানবিক সংস্থা আইসিআরএসসি তাদের জন্য বাস সরবরাহ করেছিল।
দ্বিতীয় ব্যাচে ১,৭১৮ ফিলিস্তিনি কারাবন্দি মুক্তি পেয়েছেন, যারা দক্ষিণ ইসরায়েলের নাগেভ কারাগারে ছিলেন। ইসরায়েলের কেন্দ্রীয় কারাগার দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, এদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত। তাদের অধিকাংশকে ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি অভিযান চলাকালীন গ্রেপ্তার করা হয়েছিল।
মুক্তি পাওয়া কারাবন্দিদের সবাইকে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসার মেডিকেল কমপ্লেক্সে প্রাথমিক মেডিকেল পরীক্ষা করা হয়েছে। কারাবন্দিদের স্বাগত জানানোর জন্য পশ্চিম তীরের বেইতুনিয়া এবং গাজার খান ইউনিসে শত শত ফিলিস্তিনি জড়ো হয়েছেন।