ফুলপুরে শিশু ধর্ষণের মামলায় আসামী গ্রেফতার

মিন্টু মিয়া জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
ফুলপুরে শিশু ধর্ষণের মামলায় আসামী গ্রেফতার

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৮ বছরের এক শিশু ধর্ষণের মামলায় একমাত্র আসামী আলামিন (৩৫) কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪ । রবিবার (৫ মার্চ) দিবাগত রাত ১১ টার দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ফুলপুর উপজেলার আরাটন কানপাড়া গ্রামের মৃত হাকিম উদ্দিনের পুত্র।

গত বুধবার (০১লা মার্চ) দুপুর আলামিন মোবাইলে ছবি দেখানোর প্রলোভন দেখিয়ে শিশু তাইবা আক্তার(৮) কে নিজ বসত বাড়ির আঙ্গিনা হতে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এসময় শিশু ডাক-চিৎকার দিতে চাইলে আলামিন তাকে মেরে ফেলার ভয়ভীতি প্রদর্শন করে। পরবর্তীতে শিশু বাড়িতে এসে কান্নাকাটি করতে থাকলে তার পরিবার তাকে জিজ্ঞাসা করলে সে ঘটনাটি খুলে বলে। এরই পরিপ্রেক্ষিতে, ধর্ষণকারী আলামিন (৩৫) এর বিরুদ্ধে শিশুর পিতা বাদী হয়ে গত শুক্রবার (৩ মার্চ) ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০); এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করে।

গ্রেফতারকৃত আসামী আলামিন কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। তাকে ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফুলপুরে শিশু ধর্ষণের মামলায় আসামী গ্রেফতার

ফুলপুরে শিশু ধর্ষণের মামলায় আসামী গ্রেফতার

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৮ বছরের এক শিশু ধর্ষণের মামলায় একমাত্র আসামী আলামিন (৩৫) কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪ । রবিবার (৫ মার্চ) দিবাগত রাত ১১ টার দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ফুলপুর উপজেলার আরাটন কানপাড়া গ্রামের মৃত হাকিম উদ্দিনের পুত্র।

গত বুধবার (০১লা মার্চ) দুপুর আলামিন মোবাইলে ছবি দেখানোর প্রলোভন দেখিয়ে শিশু তাইবা আক্তার(৮) কে নিজ বসত বাড়ির আঙ্গিনা হতে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এসময় শিশু ডাক-চিৎকার দিতে চাইলে আলামিন তাকে মেরে ফেলার ভয়ভীতি প্রদর্শন করে। পরবর্তীতে শিশু বাড়িতে এসে কান্নাকাটি করতে থাকলে তার পরিবার তাকে জিজ্ঞাসা করলে সে ঘটনাটি খুলে বলে। এরই পরিপ্রেক্ষিতে, ধর্ষণকারী আলামিন (৩৫) এর বিরুদ্ধে শিশুর পিতা বাদী হয়ে গত শুক্রবার (৩ মার্চ) ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০); এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করে।

গ্রেফতারকৃত আসামী আলামিন কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। তাকে ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত