নান্দাইল উপজেলার জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য “স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ” ক্যাটাগরিতে এটিএন বাংলা উন্নয়নে বাংলাদেশ এওয়ার্ড -২০২২ পেয়েছেন নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন ।
রবিবার (৫ মার্চ) রাতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এটিএন বাংলা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইনমন্ত্রী আনিসুল হক পদক তুলে দেন আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপিকে।
এটিএন বাংলার সিনিয়র উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজেশ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১১টি ক্যাটাগরিতে ১১ জন বিশিষ্ট ব্যক্তিকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এমপি তুহিন স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ক্যাটাগরিতে ‘এটিএন বাংলা উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২২’ এর জন্য নির্বাচিত হন।
সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন -এ প্রাপ্তি আমার না এটি নান্দাইল বাসীর। নান্দাইলের একজন সংসদ সদস্য হিসাবে জনগণের জীবনমান উন্নয়নের জন্য আমৃত্যু কাজ করে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সেই সাথে এটিএন বাংলার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।