নানা কর্মসূচীর মধ্য দিযে ঝিনাইদহে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। মঙ্গলবার সকালে সাড়ে ৯ টায় প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রথমে রাষ্টের পক্ষে জেলা প্রশাসন পরে পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে জাতির পিতাকে শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার আশিকুর রহমান অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা এ সময় তুলে ধরেন, বঙ্গবন্ধুর আদর্শ, তার জীবণের নানা দিক। বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষনে যে পটভুমিকা তুলে ধরা হয়। সেই সাথে বাংলাদেশের প্রেক্ষাপটে বঙ্গবন্ধু ও তার পরিবারের যে আত্মত্যাগ ও উন্নয়নের ভুমিকা নিয়ে আলোচনা করা হয়।