ময়মনসিংহের তারাকান্দায় ২১০ পিস ইয়াবাসহ অপরাপর চারটি মামলার আসামি চিহ্নিত মাদকারবারি কাইয়ুম (২৯)কে গ্রেফতার করেছে তারাকান্দা থানা পুলিশ। মঙ্গলবার (৭ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে রাজুকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সোমবার (৬ মার্চ) দিবাগত রাতে তারাকান্দা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিসকা ইউনিয়নের তিলাটিয়া গ্রামে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক কারবারি একই গ্রামের মোজাম্মেল কাজীর পুত্র আব্দুল কাইয়ুম কে গ্রেফতার করে। এ সময় তার থেকে তল্লাশি করে ২১০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের বলেন, আমার নির্দেশনায় থানা পুলিশের এসআই জাহিদুল ইসলাম, এএসআই রুবেল মিয়া ও নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদক কারবারি কাইয়ুমকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কাইয়ুম এর বিরুদ্ধে পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ আরও চারটি মামলা রয়েছে।