ময়মনসিংহের পাগলা থানায় অভিযান চালিয়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার টোক এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বাদল শেখকে।
গ্রেপ্তারকৃত বাদল শেখ গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন টাঙ্গাব ইউনিয়নের দোবাশিয়া গ্রামের হানাদার শেখের ছেলে। সাজাপ্রাপ্ত বাদল শেখ ঢাকায় থাকার সময় ২০০৭ সালে এক নারীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার ঘটনায় ঢাকার আদালতে মামলা হয়। ২০১৫ আদালত সেই মামলায় বাদল শেখের বিরুদ্ধে পাঁচ বছরের সাজা ঘোষণা করেন। কিন্তু বাদল শেখ সাজা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাগলা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।