মসজিদ হলো আল্লাহ তায়ালার ঘর, মুসলিম সমাজের মূলকেন্দ্র। পৃথিবীর সর্বোত্তম স্থান। আল্লাহর সন্তুষ্টি লাভে আল্লাহর ঘরকে পরিস্কার করে ইতোমধ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন ‘মানবিক ঈশ্বরগঞ্জ’ নামে একটি ফেসবুক গ্রুপ। (১০ মার্চ) শুক্রবার সকালে ‘মানবিক ঈশ্বরগঞ্জ’ গ্রুপের সদস্যরা একত্রিত হন। পরে ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় অবস্থিত মার্কাজ মসজিদ পরিস্কার করেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন মানবিক ঈশ্বরগঞ্জ গ্রপের এডমিন আব্দুল্লাহ আল আজাদ শ্রাবণ, পারভেজ ভুইয়া, মোস্তাফিজুর রহমানসহ মডারেটর, স্বেচ্ছাসেবী এবং সম্মানিত সদস্যবৃন্দ ।
মানবিক ঈশ্বরগঞ্জ এর এডমিন আব্দুল্লাহ আল আজাদ শ্রাবণ বলেন, ‘ আমরা ‘মানবিক ঈশ্বরগঞ্জ’ টিম আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য এই কাজের উদ্যোগ নিয়েছি। আজকে মার্কাজ মসজিদ পরিস্কারের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন হয়েছে। কৃতজ্ঞতা জানাই, মানবিক ঈশ্বরগঞ্জের সম্মানিত উপদেষ্টা, এডমিন, মডারেটর, স্বেচ্ছাসেবী এবং সম্মানিত সদস্যবৃন্দদের। যাঁরা এই মহৎ কাজে সহযোগিতা করেছেন’। সবার আন্তরিকতা এবং সহযোগিতায় উপজেলার প্রতিটি ইউনিয়নের মসজিদগুলোতেও এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান শ্রাবণ।
এ বিষয়ে খতিব উসামা বিন আহমাদ বলেন, ‘পরিস্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সুতরাং যাদের মাঝে পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়টি রয়েছে তাঁরা ঈমানের শাখাকে ধরে রেখেছে। আর সেই পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়টি যদি কোন মসজিদের হয় তাহলে সেটা তো আরও উত্তম। কেননা, মসজিদকে বলা হয় ‘বাইতুল্লাহ’। তথা আল্লাহতালার ঘর। কত সৌভাগ্যবান ওই সকল লোক যাঁরা বাইতুল্লাহ তথা আল্লাহ তায়ালার ঘরকে পরিস্কার-পরিচ্ছন্নতা করে’।
উসামা বিন আহমাদ জানান, এ ব্যাপারে রাসুল তাঁর সাহাবায়ে কেরামদের বলেন, “যাঁরা মসজিদকে আবাদ করে, তাঁদের মুমিন হওয়ার ব্যাপারে তোমরা নিশ্চিত থাকো”। অর্থাৎ, মসজিদের কাজের ব্যাপারে যাঁরা সোচ্চার থাকে, তাঁরা মুমিন হওয়ার জন্য প্রমাণ বহন করে। আল্লাহ তায়ালা যেন, তাঁদেরকে মসজিদের কাজের ব্যাপারে সোচ্চার থাকার তাওফিক দান করেন।