নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জহিরুল ইসলাম লিটন (দ্যা ম্যনিং গ্লোরি),সাধারণ সম্পাদক মো.বিল্লাল হোসেন (দৈনিক দেশের খবর) ৷ শুক্রবার (১০ মার্চ) বিকালে প্রেসক্লাব কার্যালয়ে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছরের জন্য গঠন করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সহ-সভাপতি এইচএম মিজান তালুকদার হারুন(প্রাণের বাংলাদেশ), মাহবুব আলম কাজল (নান্দাইল টাইমস),সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক মো. মিন্টু মিয়া (আজকের পত্রিকা), যুগ্ন-সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম আশিক( তৃতীয় মাত্রা/সবুজ নিশান),অর্থ সম্পাদক মোশাররফ হোসেন( নান্দাইল টাইমস)।
প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নজরুল ইসলাম (ভোরের আকাশ),দপ্তর সম্পাদক সুমন আহমেদ রিজভী, সহ-দপ্তর সম্পাদক মো.তাজুল ইসলাম,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (স্বপ্নের বাংলাদেশ),ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক মো. মোশাররফ কবিব ( কবি সাহিত্যিক),কার্যনির্বাহী সদস্য- আবুল বাশার পলাশ (দৈনিক প্রথম বেলা), শামছুল হক ভূঁইয়া (অগ্নিশিখা)।
তাছাড়াও ৭ জন সাংবাদিক সদস্য নির্বাচিত হয়েছেন- জয়নাল আবেদীন সুমন, মোশারফ হোসেন রিয়াদ,মামুন আহমেদ, ফয়সাল হক বিন এফ হক (পিপুল আকন্দ), রায়হান আহমেদ, মোমেনুল ইসলাম মোমেন,হুমায়ুন কবির শেখ,মো. মামুন মিয়া।