ঝিনাইদহের নগর বাথান বাজারে ট্রাক চাপায় বাহারন নেছা (৪৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। সে হরিনাকুন্ডু উপজেলার গুড়পাড়া গ্রামের রফি লষ্করের স্ত্রী। এ ঘটনায় আহত তার দেবর বিল্লাল হোসেন সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় অভিযুক্ত ট্রাকের চালক শহিদুল ইসলাম ও ট্রাক টিকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে তুলে দেয়।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী জানান, দুপুরে দেবরের মটর সাইকেলে বাড়ি থেকে হাসপাতালে আসছিল বাহারন নেছা। পথিমধ্যে নগর বাথান বাজারে পৌছালে পিছন দিক থেকে আসা একটি ট্রাক মটর সাইকেলটিকে ধাক্কা দেয়। সেসময় ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় বাহারন। পরে আহত তার দেবর বিল্লাল হোসেনকে হাসপাতালে পৌছে দেওয়া হয়।