ময়মনসিংহে ট্রাকের ধাক্কার নাজমুল হাসান সরকার (৩২) নিহত হয়েছেন। রবিবার (১২মার্চ) সকাল ১০টার দিকে নগরীর কালীবাড়ি পুরাতন খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষক শ্যামগঞ্জ কলেজের প্রভাষক তিনি ময়মনসিংহ সদর উপজেলার নামা কাতলাসেন এলাকার বাসিন্দা মো. আব্দুল হাইয়ের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নগরীর থানার ঘাট হয়ে নদীর পাড় দিয়ে মোটরসাইকেলে চেপে পাটগুদাম ব্রিজের দিকে যাচ্ছিলেন নাজমুল হক সরকার। পথে কাীবাড়ি পুরাতন খেয়াঘাট এলাকায় তার বাইকটি একটি খালি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মৃত্যু হয়।
কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।