পারিবারিক কলহের জের ধরে সাতক্ষীরার তালায় আব্দুল কাদের সরদার (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত আব্দুল কাদের সরদার আলাদিপুর গ্রামের মৃত বাবর আলী সরদারের ছেলে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- জাতপুর গ্রামের খোদাবক্স সরদারের ছেলে রাজু সরদার ও তার দুলাভাই ডুমুরিয়া উপজেলার বাগমারা গ্রামের কারিমুল সরদারের ছেলে ইমরান সরদার। রবিবার (১২ মার্চ) বিকালে উপজেলার আলাদিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহতের ছেলে মিজানুর রহমান জানান, পারিবারিক কলহের জেরে ইমরান, রাজু, ঝর্ণা, ময়না এবং খোদাবক্সের নেতৃত্বে তার বাবার ওপর হামলা করে। এসময় তার বাবাকে পিটিয়ে মারাত্মক জখম করে। পরে তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডা. শামিমা আক্তার জানান, আব্দুল কাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই মারা গেছেন।
তালা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।