চট্টগ্রামের মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন করতে যাওয়ার পথে সড়ক পারাপারের সময় অজ্ঞাত দ্রুত গতির পিকআপের ধাক্কায় মো. শাহাবুদ্দিন সর্দি (৭৫) নামের এক বীর মুক্তিযোদ্ধার ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলার বড়তাকিয়া বাজার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমূখী একটি দ্রুত গতির পিকআপ তাদের ধাক্কা দেয়। এই ঘটনায় সুলতাম আহমদ নামের আরেক মুক্তিযোদ্ধা গুরুতর আহত হয়েছেন।
নিহত বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন সর্দি মঘাদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাশিমনগর গ্রামের মনসুর আলী মিস্ত্রী বাড়ির মৃত বদিউর রহমানের পুত্র। আহত অন্য বীর মুক্তিযোদ্ধা একই ইউনিয়নের হাদিনগর গ্রামের আলী আহমদ মিস্ত্রী বাড়ির সদিকুর রহমানের পুত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, তারা দুজন মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলনের জন্য বড় দারগারহাটস্থ অগ্রণী ব্যাংকের উদ্দেশ্য যাচ্ছিলেন।
মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর শুনে দ্রুত বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন সর্দি ভাইয়ের বাড়িতে ছুটে যাই। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমরা একজন মুক্তিযোদ্ধা হারালাম। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে কবরস্থ করা হবে। আহত অন্য বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমদের প্রসঙ্গে বলেন, তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সার্বক্ষণিক যোগাযোগ রাখছি তার পরিবারের লোকজনের সাথে।