বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড দলকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে বেশ বড় অংকের আর্থিক পুরস্কার জিতে নিয়েছেন টাইগাররা। মঙ্গলবার (১৪ মার্চ) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ড সিরিজ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই পুরস্কার দেওয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ৩-০ ব্যবধানে থ্রি লায়ন্সদের হারানোয় সাকিব বাহিনীকে তিন কোটি টাকা অর্থ পুরস্কার দেয়া হবে বলে জানান বিসিবি সভাপতি।
নিজেদের থেকে র্যাঙ্কিংয়ে এগিয়ে, এমন কোনো দলের সাথে সিরিজ জিতলেই বিসিবি’র পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন,’যে কোনো দলের সঙ্গে প্রথমবার কিছু করলে আমরা বোনাস দেই। ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার তাই ওরা এটা পাবে।’
সাকিব-লিটন-শান্ত-মোস্তাফিজদের বিশাল পুরস্কার ঘোষণা দিলেও পুরস্কারের পরিমাণটা জানাননি বোর্ড প্রধান। এমনকি বিসিবির শীর্ষ কর্তারাও তাৎক্ষণিকভাবে পুরস্কারের অঙ্কের পরিমাণটা জানাতে অপারগতা প্রকাশ করেছেন। তবে খুব শীগ্রই তা জানিয়ে দেবে বিসিবি।
পাপন আরও বলেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন প্লাস হোয়াইটওয়াশ। ওরা একটু বেশি চেয়েছে। যেটা ওরা পেয়ে থাকে এটাই পাবে। তবে এবার পারফরম্যান্স বোনাসটাও আলাদা পাবে। তবে এটা কত হবে এখন বলা মুশকিল, কাল পরশুর মধ্যে জেনে যাবেন।’