সদর উপজেলায় তেলবাহী ট্রাকের চাপায় মাও. আঃ সত্তার(৫০) নামের মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৫ মার্চ) দুপুর দেরটার দিকে বরগুনা- বরিশাল মহাসড়কের সোনার বাংলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাওঃ আঃ সত্তার বরগুনা সদর উপজেলার বড়োমিয়া হাটখোলা এলাকার আঃ লতিফ এর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, আপন ফুপার মৃত্যুর খবর শুনে গ্রামে এসে জানাজা নিজে পরিয়ে দাফন কাফন করে ফিরছিলেন তার কর্মস্থল বরিশালের চুরামন দাখিল মাদ্রাসার সহ সুপার পদে কর্মরত ছিলেন। সেখানে যাওয়ার পথে মেসার্স মিশু এন্টারপ্রাইজ (ঢাকা- ঢ ০১-০০১৫) তেলবাহী ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, ঘটনা স্থলে গিয়ে তেলবাহী ট্রাক আটক রয়েছে। এই ট্রাকের ড্রাইভার বরিশাল এলাকার শামসু সরদার এর ছেলে মোঃ নাঈমকে গ্রেপ্তার করা হয়েছে। সুরাতল শেষে মরাদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।