খুলনা জেলা পর্যায়ে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ও উপকরণ মেলা-‘২৩ এ ডুমুরিয়া উপজেলা ১ম স্হান অধিকার করেছে। বুধবার খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয় সংলগ্ন আদর্শ (মডেল) সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জেলা সদর ও জেলার ৯টি উপজেলা নিয়ে প্রাথমিক শিক্ষা দপ্তর এ মেলার আয়োজন করে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৌহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী সভায় অতিথি হিসেবে উপস্হিত ছিলেন খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক মোঃ মোসলেম উদ্দীন,অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) মোঃ আব্দুর রশিদ,অতিরিক্ত জেলা প্রশাসক(এল,এ) মোঃ আতিকুর রহমান, বিভাগীয় প্রাথমিক শিক্ষা অতি: উপপরিচালক মোঃ ফজলে রহমান,প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় পর্যায়ের শ্রেষ্ট সভাপতি মাসুদ মাহামুদ প্রমূখ।
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।