নড়াইলের নড়াগাতি থানায় চোরসহ ওয়ারেন্টভুক্ত ৪ আসামীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ মার্চ) সকালে চোর আলমগীর কে চোরাই পানির পাম্পসহ নড়াগাতি বাজার থেকে আটক করা হয়। এ ঘটনায় নড়াগাতি থানায় মামলা দায়ের হয়েছে। এছাড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইমাদুল জমাদ্দার, সম্পা বেগমসহ ৩ জন ওয়ারেন্টভূক্ত আসামীকে আটক করা হয়।
এ ব্যাপারে নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা বলেন, নড়াইল পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশের একটি দল থানার বিভিন্ন এলাকায় রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।