ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা`এ প্রতিপাদ্য নিয়ে এবারও সারা দেশের ন্যায় দিনাজপুর জেলা বিরামপুর উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। বুধবার (১৫ মার্চ) বিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত সহ স্থানীয় নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকারের নির্ধারিত দামে ভোক্তারা পণ্য ক্রয় করতে পারছে না। অন্যদিকে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো থেকে প্রতারিত হয়ে ভোক্তারা যখন আদালতে তখন সরকার তা নিয়ন্ত্রণে একের পর এক নীতিমালা প্রণয়ন করছে শুধু অনলাইন কেনাকাটাতেই নয়, সশরীরে কেনাকাটাতেও বিভ্রান্ত হচ্ছে ভোক্তা। যেখানে আসল-নকল কিংবা দামের মারপ্যাঁচে প্রতিনিয়ত ক্রেতাকে ঠকানো হচ্ছে। অর্থাৎ সবখানেই ভোক্তা বঞ্চনার হার বেড়েছে আশঙ্কাজনকভাবে। থেমে নেই ভেজাল পণ্য বা ওষুধ বিক্রিও। নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ দেয়া হচ্ছে মানব খাদ্যে। অবৈধ প্রক্রিয়ায় মানহীন পণ্য উৎপাদন ও বিপণন চলছে সমানতালে। ক্রেতা-ভোক্তাকে আকৃষ্ট করা হচ্ছে মিথ্যা প্রলোভনের বিজ্ঞাপনে। ওজনে কারচুপি তো হচ্ছে। বিক্রি হচ্ছে নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য। এজন্য সকল ব্যবসায়ী ও ভোক্তাদের প্রত্যেককেই নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি দায়িত্বশীল হতে হবে।