নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান নড়াইল সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে জেলা প্রশাসক সহকারী কমিশনার (ভূমি)র কার্যালয়ে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (গোপনীয়) সঞ্জয় ঘোষ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, মানুষ যেন ভূমি অফিসে এসে ফিরে না যায়। কোন প্রকার হয়রানি ছাড়া মানুষ যাতে ভূমি অফিসের সকল সেবা পায় সেভাবে কাজ করতে হবে।