খুলনায় জঙ্গিবাদ, মাদক ও ডিজিটাল আসক্তি মুক্ত সমাজ গঠনে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে খুলনা নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং নিউ পথ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যদেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা বিষয়ক সংস্থা, খুলনার রুনু ইকবাল বিথার। প্রবন্ধ উপস্থাপনা করেন খুলনা এনইউবিটি রেজিস্টার ড.মোঃ শাহ আলম। সেমিনারে সভাপতিত্ব করেন খুলনা এনইউবিটি’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এ.টি এম জহির উদ্দিন। উক্ত সেমিনারে নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি খুলনা’র শিক্ষার্থী-সহ সুশীল সমাজের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।