‘একটা সময় ছিল, আমি কাউকে কেয়ার করতাম না’

,
‘একটা সময় ছিল, আমি কাউকে কেয়ার করতাম না’

নাটকের জনপ্রিয় মুখ শবনম ফারিয়া। গ্লামার ও অভিনয়গুণ দিয়ে দর্শকদের মন জয় করেছেন। আবারও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনাকে সঙ্গী করে চলছেন।অনেকটা ঠোঁটকাটা টাইপের শবনম সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যেই বিভিন্ন পোস্ট দিয়ে আলোচনায় থাকেন। তার কোনো কোনো পোস্ট নিয়ে ট্রলও হয়।

তবে সম্প্রতি কিছুটা থিতু হয়েছেন শবনম।

একটা সময় কে কী ভাবল, কে কী বলল তা নিয়ে তেমন মাথাব্যথা ছিল না তার। নিজের মতো করেই বাঁচতেন, ভাবতেন এবং সেভাবেই চলতেন।
ফেসবুকে পোস্ট করে সেটি স্বীকার করে নিয়েছেন অভিনেত্রী। তিনি লেখেন— ‘একটা সময় ছিল, আমি কাউকে কেয়ার করতাম না, কে কী বলল আমাকে নিয়ে, কে কী ভাবল তাতে কিছুই আসত যেত না আমার।’

তবে সম্প্রতি নিজের ভেতরে কিছু পরিবর্তন এসেছে বলে উপলব্ধি শবনমের। ‘দেবী’ অভিনেত্রী জানান, ‘এটা কিন্তু খুব বেশি দিন আগেরও কথা নয়, যা মাথায় আসত লিখে ফেলতাম। বলে ফেলতাম! আসলে তখন ভেতরে আমি অনেক হালকা ফিল করতাম। বুকের ভেতর পাথর নিয়ে ঘুরে বেড়ানোর অনুভূতি ছিল না। সম্ভবত বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো।’

তিনি আরও লেখেন, ‘চাইলেও আর চিৎকার করতে না পারাও মনে হয় ভালো। বুক ফেটে চিৎকার করতে চাইলেও মুখ দিয়ে কোনো আওয়াজ বের না হওয়াও সম্ভবত ভালো। ’

তার ভাষায়, ‘অনেক কিছুর বিচার চাইতে চেয়েও আকাশের দিকে তাকিয়ে ওপরওয়ালার কাছে, প্রকৃতির বিচার -এর আকুতি করাও হয়তো ভালো।’

উল্লেখ্য, সবশেষ গত মাসে প্রচারিত হয় শবনম ফারিয়া অভিনীত নাটক ‘হোটেল নিরিবিলি’। এতে তিনি জুটি বাঁধেন মুশফিক আর ফারহানের সঙ্গে। দেবী সিনেমা করে আলোচনায় চলে আসেন এ সুদর্শনী। এ সিনেমায় তাকে ভিন্নভাবে খুঁজে পান দর্শক।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

‘একটা সময় ছিল, আমি কাউকে কেয়ার করতাম না’

‘একটা সময় ছিল, আমি কাউকে কেয়ার করতাম না’

নাটকের জনপ্রিয় মুখ শবনম ফারিয়া। গ্লামার ও অভিনয়গুণ দিয়ে দর্শকদের মন জয় করেছেন। আবারও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনাকে সঙ্গী করে চলছেন।অনেকটা ঠোঁটকাটা টাইপের শবনম সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যেই বিভিন্ন পোস্ট দিয়ে আলোচনায় থাকেন। তার কোনো কোনো পোস্ট নিয়ে ট্রলও হয়।

তবে সম্প্রতি কিছুটা থিতু হয়েছেন শবনম।

একটা সময় কে কী ভাবল, কে কী বলল তা নিয়ে তেমন মাথাব্যথা ছিল না তার। নিজের মতো করেই বাঁচতেন, ভাবতেন এবং সেভাবেই চলতেন।
ফেসবুকে পোস্ট করে সেটি স্বীকার করে নিয়েছেন অভিনেত্রী। তিনি লেখেন— ‘একটা সময় ছিল, আমি কাউকে কেয়ার করতাম না, কে কী বলল আমাকে নিয়ে, কে কী ভাবল তাতে কিছুই আসত যেত না আমার।’

তবে সম্প্রতি নিজের ভেতরে কিছু পরিবর্তন এসেছে বলে উপলব্ধি শবনমের। ‘দেবী’ অভিনেত্রী জানান, ‘এটা কিন্তু খুব বেশি দিন আগেরও কথা নয়, যা মাথায় আসত লিখে ফেলতাম। বলে ফেলতাম! আসলে তখন ভেতরে আমি অনেক হালকা ফিল করতাম। বুকের ভেতর পাথর নিয়ে ঘুরে বেড়ানোর অনুভূতি ছিল না। সম্ভবত বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো।’

তিনি আরও লেখেন, ‘চাইলেও আর চিৎকার করতে না পারাও মনে হয় ভালো। বুক ফেটে চিৎকার করতে চাইলেও মুখ দিয়ে কোনো আওয়াজ বের না হওয়াও সম্ভবত ভালো। ’

তার ভাষায়, ‘অনেক কিছুর বিচার চাইতে চেয়েও আকাশের দিকে তাকিয়ে ওপরওয়ালার কাছে, প্রকৃতির বিচার -এর আকুতি করাও হয়তো ভালো।’

উল্লেখ্য, সবশেষ গত মাসে প্রচারিত হয় শবনম ফারিয়া অভিনীত নাটক ‘হোটেল নিরিবিলি’। এতে তিনি জুটি বাঁধেন মুশফিক আর ফারহানের সঙ্গে। দেবী সিনেমা করে আলোচনায় চলে আসেন এ সুদর্শনী। এ সিনেমায় তাকে ভিন্নভাবে খুঁজে পান দর্শক।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত