খুলনা মেট্রোপলিটন পুলিশের(কেএমপি) মাদক বিরোধী অভিযানে ৪৬ লিটার চোলাই মদ, ৪পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজাসহ ৩জন মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার কেএমপি সূত্রে জানা গেছে,গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি পাইকগাছা থানা এলাকার মোঃ খায়রুল ইসলাম(২৫) হরিণ টানা থানা এলাকার মোঃ হিমেল সেরনিয়াবাদ(২৮)এবং দৌলতপুর থানা এলাকার মোঃ রিয়াজ শেখ(২২) কে কেএমপি’র খুলনা, হরিণটানা ও আড়ংঘাটা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। ধৃত মাদক কারবারিদের কাছ থেকে ৪৬ লিটার চোলাই মদ, ৪পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা রুজু করা হয়েছে।