সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার নান্দিনার অদূরে রানাগাছা মাদ্রাসা সংলগ্ন রেল ক্রসিং এ ট্রেনের ধাক্কায় আকাশ (৮) নামে এক শিশু মারা গেছে।
নিহত আকাশ রানাগাছা গ্রামের আকরাম হোসেনের পুত্র। বৃহস্পতিবার (১৬ মার্চ) এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, জামালপুর থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী একটি ট্রেনের ইঞ্জিনের সাথে আকাশের ধাক্কা লাগলে গুরুতর আহত হন। উদ্ধার করে নান্দিনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।