নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ী বাজারে একটি পরিত্যক্ত ঘরের ভিতর থেকে বৃহস্পতিবার (১৬মার্চ) বিকালে প্রেমিক-প্রেমিকাকে আটক করা হয়। স্থানীয় বাজারের লোকজন থানায় সংবাদ দিলে পুলিশ এসে উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়ীয়া গ্রামের মোজাফফর ফরাজীর ছেলে রিপন ফরাজী (২৬) এবং একই উপজেলার পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ গ্রামের মিজানুর রহমানের মেয়ে বিলকিস খানম (২০) কে আটক করে থানায় নিয়ে যায়।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফরিন আদালতের মাধ্যমে রিপন ফরাজীকে ১৪দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং বিলকিস খানমকে ১ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন। ওই দিন সন্ধ্যায় তাদের দু‘জনকে নড়াইল কারাগারে প্রেরণ করা হয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বিষয়টি নিশ্চিত করেছেন।