নববধূকে হেলিকপ্টারে বাড়িতে নিয়ে এলেন বর

আকাশ ইসলাম ডেস্ক এডিটর, ঢাকা
নববধূকে হেলিকপ্টারে বাড়িতে নিয়ে এলেন বর

নববধূকে হেলিকপ্টারে বাড়ি নিয়ে এলেন খুলনার চিকিৎসক শেখ তাওহীদ ইসলাম। বৃহস্পতিবার (১৬ মার্চ) বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর মহল্লায় এই বিয়ের আয়োজন সম্পন্ন হয়। বর তাওহীদ ইসলাম বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার। আর কনে ঢাকা মহানগরীর এম এইচ শমরিতা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পৌরসভার উত্তর বিজয়পুর মহল্লার নিজাম উদ্দিন ভূঁইয়া ও আকলিমা আক্তারের বড় মেয়ে শান্তা ইসলামের সঙ্গে খুলনা ফুলতলার দামোদন উত্তরপাড়া গ্রামের শেখ দ্বীন মুহাম্মদ ও সেলিনা খাতুনের ছেলে শেখ তাওহীদ ইসলামের বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার গাড়িতে চেপে প্রায় দেড় শতাধিক বরযাত্রী আসেন গৌরনদীতে। বর আসেন হেলিকপ্টারে। সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে হেলিকপ্টারটি নামলে অসংখ্য মানুষ সেখানে ভিড় করেন।

বর তাওহীদ ইসলাম বলেন, উভয় পরিবারের আলোচনার মাধ্যমে বিয়ে ঠিক হওয়ার পর শান্তা ইসলাম তার কাছে হেলিকপ্টারে চড়ে স্বামীর বাড়িতে যাওয়ার আবদার করেন। স্ত্রীর শখ পূরণ ও আবদার রাখতে হেলিকপ্টার ভাড়া করে তাকে বাড়িতে নিয়ে যান তিনি। শান্তা ইসলাম গণমাধ্যমকে বলেন, আমি খুবই আনন্দিত। নতুন জীবনের শুরুতেই ও আমার মনের আশা পূরণ করেছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নববধূকে হেলিকপ্টারে বাড়িতে নিয়ে এলেন বর

নববধূকে হেলিকপ্টারে বাড়িতে নিয়ে এলেন বর

নববধূকে হেলিকপ্টারে বাড়ি নিয়ে এলেন খুলনার চিকিৎসক শেখ তাওহীদ ইসলাম। বৃহস্পতিবার (১৬ মার্চ) বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর মহল্লায় এই বিয়ের আয়োজন সম্পন্ন হয়। বর তাওহীদ ইসলাম বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার। আর কনে ঢাকা মহানগরীর এম এইচ শমরিতা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পৌরসভার উত্তর বিজয়পুর মহল্লার নিজাম উদ্দিন ভূঁইয়া ও আকলিমা আক্তারের বড় মেয়ে শান্তা ইসলামের সঙ্গে খুলনা ফুলতলার দামোদন উত্তরপাড়া গ্রামের শেখ দ্বীন মুহাম্মদ ও সেলিনা খাতুনের ছেলে শেখ তাওহীদ ইসলামের বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার গাড়িতে চেপে প্রায় দেড় শতাধিক বরযাত্রী আসেন গৌরনদীতে। বর আসেন হেলিকপ্টারে। সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে হেলিকপ্টারটি নামলে অসংখ্য মানুষ সেখানে ভিড় করেন।

বর তাওহীদ ইসলাম বলেন, উভয় পরিবারের আলোচনার মাধ্যমে বিয়ে ঠিক হওয়ার পর শান্তা ইসলাম তার কাছে হেলিকপ্টারে চড়ে স্বামীর বাড়িতে যাওয়ার আবদার করেন। স্ত্রীর শখ পূরণ ও আবদার রাখতে হেলিকপ্টার ভাড়া করে তাকে বাড়িতে নিয়ে যান তিনি। শান্তা ইসলাম গণমাধ্যমকে বলেন, আমি খুবই আনন্দিত। নতুন জীবনের শুরুতেই ও আমার মনের আশা পূরণ করেছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত