সাতক্ষীরা ডিবি ইউনাইটেড হাই স্কুলের উদ্যোগে ১০৩ পাউন্ডের কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) বেলা ১২টায় বিদ্যালয়ের মোহাম্মদ হোসেন মিলানায়তনে শিক্ষক-শিক্ষিকা ও শিশুদের নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার ফতেমা তুজ-জোহরা, ৯নং ব্রক্ষ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুর সাত্তার, বীর মুক্তিযোদ্ধা শফিক আহমেদ, ইউপি সদস্য আব্দুল হাকিম,আব্দুল খায়ের, মিজানুর রহমান ডিবি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কার্যনির্বাহী পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল আহাদ।
এর আগে জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়।
সকাল ৮টায় শহরের খুলনা রোডে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পমাল্য অর্পণ করেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, সিভিল সার্জন সবিজুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর বাপ্পি দত্ত রনি, খামারবাড়ি উপপরিচালক কৃষিবিদ ডা. জামাল উদ্দিন। এ ছাড়া জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা, মুক্তিযোদ্ধারা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা পুষ্পমাল্য অর্পণ করেন।