খুলনা বিশ্ববিদ্যালয়ের(খুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ডি-নথি বিষয়ে রবিবার(১৯ মার্চ) শুরু হচ্ছে তিন দিনের প্রশিক্ষণ কর্মসূচি।বিশ্ববিদ্যালয়ের মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারের ল্যাঙ্গুয়েজ ল্যাবে অনুষ্ঠিতব্য এ প্রশিক্ষণে আগামী ১৯ ও ২৮ মার্চ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং ৩০ মার্চ শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করবেন।ওই দিন সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্বোধন করবেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. সোহেল মাহমুদ শের। সভাপতিত্ব করবেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার।