সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে ফকরুল ইসলাম নামের এক আসামীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(১৬ মার্চ) রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে ভোর রাত সাড়ে চারটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত ফকরুল ইসলাম (৩৩) সাতক্ষীরা সদর উপজেলার বিহারীনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তার স্ত্রীর দায়ের করা নারী নির্যাতনের মামলায় তিনি মাস খানেক সাতক্ষীরা জেলা কারাগারে অন্তরীণ ছিলেন।
সাতক্ষীরা কারাগারের জেলার মামুনুর রশিদ জানান, ফকরুল ইসলাম আগে থেকে কারাহাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার মধ্যরাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ভোর রাতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।