যশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর থেকর ৮ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। শুক্রবার গভীর রাতে গোড়পাড়া ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে গাঁজার চালানটি আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক সিন্ডিকেট প্রধান আল আমিন পালিয়ে যায়।
এস আই খান শাহাবুর রহমান জানিয়েছেন, গোপন খবরের সূত্র ধরে রামচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় সিন্ডিকেটের প্রধান আল আমিন পালিয়ে যায়। এই ঘটনায় মাদক আইনে মামলা করা হয়েছে। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত গাঁজা মালখানায় রাখা আছে। আল আমিনকে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।