নড়াইল সদর উপজেলার রায়খালী ভবানীপুর ফুলেশ্বর মাথাভাঙ্গা ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৫৪ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সিকদার তোফায়েল আহম্মদের সভাপতিত্বে, মঙ্গলবার (২১ মার্চ) দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি। সম্মানিত অতিথি ছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সজীব মোল্যা,নড়াইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান,
কলোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিস কুমার বিশ্বাস সহ কালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।