টাংগাইল ঘাটাইল উপজেলার পোড়াবাড়ি পাবলিক ফাজিল মাদ্রাসায় বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত।
আজ বুধবার (২২মার্চ) সকালে উক্ত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি জুলফিকার হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩২ টাংগাইল ৩ ঘাটাইলের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইলের সাবেক সাংসদ আলহাজ্ব আমানুর রহমান খান রানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেঃ এনামুল হক, ঘাটাইল সরকারি জিবিজি কলেজের সাবেক জিএস মোঃ আলমগীর হোসেন বাবু, ঘাটাইল পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক খলিলুর রহমান তালুকদার, ১ নং দেউলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাত আলী খান, মাদ্রাসার অধ্যক্ষ জাহিদুল ইসলাম প্রমুখ।