ফটিকছড়িতে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২

জাবেদুল ইসলাম স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
ফটিকছড়িতে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে বিরোধের জের ধরে মাসুদ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে দাঁতমারা ইউনিয়নের বালুটিলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে শামীম মিয়াজি ও দেলোয়ার হোসেন নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

নিহত মাসুদ দাঁতমারা ইউনিয়নের বালুটিলা গ্রামের মৃত সাইদুর রহমানে ছেলে। সে তিন বছর আগে বাহরাইন থেকে দেশে এসেছেন এবং তার দুই সন্তান রয়েছে।

স্থানীয় সূত্র জানান, নিহত মাসুদ স্থানীয় ইউপি সদস্য ইউসুফ আলীর অনুসারী। স্থানীয় ইউপি নির্বাচনের পর থেকে ইউপি সদস্য ইউছুফ আলী এবং তার প্রতিদ্বন্দ্বী আকতারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার(২৪ মার্চ) রাতে মোটরসাইকেল সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। শনিবার(২৫ মার্চ) রাতে মাসুদ তারাবির নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে বাড়ি যাওয়ার পথে দুই পক্ষের মধ্যে আবারও ঝামেলা হয়। এক পর্যায়ে আকতারের অনুসারীরা মাসুদকে কুপিয়ে জখম করে।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোহাম্মদ মাসুদ জানান, ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফটিকছড়িতে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২

ফটিকছড়িতে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে বিরোধের জের ধরে মাসুদ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে দাঁতমারা ইউনিয়নের বালুটিলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে শামীম মিয়াজি ও দেলোয়ার হোসেন নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

নিহত মাসুদ দাঁতমারা ইউনিয়নের বালুটিলা গ্রামের মৃত সাইদুর রহমানে ছেলে। সে তিন বছর আগে বাহরাইন থেকে দেশে এসেছেন এবং তার দুই সন্তান রয়েছে।

স্থানীয় সূত্র জানান, নিহত মাসুদ স্থানীয় ইউপি সদস্য ইউসুফ আলীর অনুসারী। স্থানীয় ইউপি নির্বাচনের পর থেকে ইউপি সদস্য ইউছুফ আলী এবং তার প্রতিদ্বন্দ্বী আকতারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার(২৪ মার্চ) রাতে মোটরসাইকেল সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। শনিবার(২৫ মার্চ) রাতে মাসুদ তারাবির নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে বাড়ি যাওয়ার পথে দুই পক্ষের মধ্যে আবারও ঝামেলা হয়। এক পর্যায়ে আকতারের অনুসারীরা মাসুদকে কুপিয়ে জখম করে।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোহাম্মদ মাসুদ জানান, ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত