ঢাকা-রংপুর মহাসড়কে গাড়ী চেকিংকালে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, পলাশবাড়ী থানা পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা এর সার্বিক তত্ত্বাবধানে থানার এসআই আব্দুল মোত্তালেব প্রধান এর নেতৃত্বে এসআই পরিমল চন্দ্র সঙ্গীয় ফোর্স সহ পলাশবাড়ী থানা এলাকার ঢাকা-রংপুর মহাসড়কের উপর গাড়ি চেকিংকরা কালে বুধবার (২৯ মার্চ) বেলা দেড় ঘটিকার সময় একটি ইজিবাইক থামিয়ে চেকিং করাকালে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আতিকুর রহমানের কাছ থেকে লাল পলিথিনে মোড়ানো ব্যাগের মধ্যে হতে ৩ কেজি গাঁজা উদ্ধার করে।
গ্রেফতারকৃত মাদক কারবারী আতিকুর রহমান (২৫) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা এলাকার পশ্চিম ফুলমতি গ্রামের আফজাল হোসেনের ছেলে। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।