টাংগাইল ঘাটাইল উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে দোয়া, ইফতার মাহফিল এবং উপজেলা আওয়ামীলীগের প্রয়াত ১৫০ জন নেতৃবৃন্দদের সম্মাননা প্রদান করা হয়। আজ ১৪ এপ্রিল (শুক্রবার) ঘাটাইল সদর ঈদগাহ মাঠ, ঘাটাইল এস ই বালিকা উচ্চ বিদ্যালয় ও ঘাটাইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরজার পিপিএম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, ইউপি সদস্য, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়নের তৃনমূলের নেতৃবৃন্দ এবং অসহায়, দরিদ্র মানুষসহ প্রায় ১৫ হাজার মানুষের ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
উক্ত দোয়া, ইফতার মাহফিল এবং আওয়ামীলীগের প্রয়াত নেতৃবৃন্দদের সম্মাননা অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল ৩ ঘাটাইলের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়নে ছিলেন টাংগাইল ৩ ঘাটাইলের সাবেক সাংসদ আলহাজ্ব আমানুর রহমান খান রানা।