চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জায়গা বিরোধের জেরে শতাধিক কেটে ফেলার অভিযোগ উঠেছে। গত ১৬ এপ্রিল রাতে চাতরী ইউনিয়নে টানেল সড়কের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রেজাউল করিম, শাহ আলম, মোঃ লোকমান, মোঃ আবছার, নুরুল ইসলাম, মঞ্জুর আলম ও ফোরকান সহ অজ্ঞাত ১৫জনকে অভিযুক্ত করে ভুক্তভোগী রমজান আলী আনোয়ারা থানায় একটি অভিযোগ করে।
অভিযোগ সুত্রে জানায়, চাতরী মৌজায় দুই দাগে সাত গন্ডা জায়গায় মৌরশী খরিদা ভোগ দখলে আছে স্থানীয় রমজান আলীর পরিবার। আর সে জায়গায় পাঁচ বছর আগে প্রায় ৬শত সাদা আকাশী গাছ রোপণ করে দখল করে আসছে তাঁরা। তাদের দখলীয় ওই জায়গায় হঠাৎ স্থানীয় রেজাউল করিমের পরিবার জায়গা পাবে বলে দাবী করেন। একপর্যায়ে গত রবিবার রাতে উল্লেখিত অভিযুক্তরা জায়গার প্রায় ৩/৪শত গাছ কেটে ফেলে। গাছ কাঁটার শব্দ শুনে ভুক্তভোগীরা ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়৷
ভুক্তভোগী রমজান আলী বলেন, আমাদের মৌরশী সম্পত্তি শুরু থেকে দখলে ভোগ করে আসছি। এখানে অভিযুক্তদের কোনো জায়গা নেই। তবুও জায়গা পাবে বলে অহেতুক হয়রানি করে আসছে। দলিল কাগজে তাদের জায়গা পাওয়া ব্যর্থ হয়ে রাতের আঁধারে আমাদের শতাধিক গাছ কেটে ফেলে। আমরা গাছের সম্পূর্ণ ক্ষতিপূরণের দাবী জানায় ও এটার সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মির্জা মোঃ হাসান জানান, গাছ কাঁটার ঘটনায় এক ব্যক্তির অভিযোগ পেয়েছি। এটার তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।