টাংগাইল জেলার ঘাটাইল উপজেলা শাখা হোটেল রেস্তোরা ও মিষ্টি দোকান শ্রমিক কমিটি গঠিত। সোমবার (১ মে) ঘাটাইল উপজেলা অডিটরিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কার্যকরি কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন রাজনীতিক দলের নেতৃবৃন্দ ও সংগঠনের সকল শ্রমিকদের উপস্থিতিতে সংগঠনটির প্রধান উপদেষ্টা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল হালিম রনি বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করেন।
এর পরই নতুন কমিটি গঠনের লক্ষে সভাপতি,সম্পাদকসহ সকল পদের প্রার্থী ঘোষনা করার জন্য শ্রমিক নেতৃবৃন্দদের কাছে নাম প্রস্তাব চাওয়া হয়। সভাপতি পদে মোঃ মুক্তার আলী প্রার্থীতা ঘোষনা করেন, আর কোন প্রার্থী না থাকায় মোঃ মুক্তার আলী বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হোন। সাধারণ সম্পাদক পদে মোঃ আবু হানিফ প্রার্থীতা ঘোষনা করেন, আর কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হোন।
অনুরুপ ভাবে প্রার্থী ঘোষনা, প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে ২১ সদস্যের নতুন কার্যকরি কমিটি গঠিত হয়েছে। কমিটি ঘোষনার পর শ্রমিকদের মাঝে দুপুরের খাবার বিতরন করা হয়। এর আগে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা সাইফুর রহমান মিন্জু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন, জেলা পরিষদের সদস্য রোকুনুজ্জামান ঠান্ডু, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মোঃ শাহজাহান, দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মটু, উপজেলা আওয়ামী লীগের সদস্য নয়ন উদ্দীন নয়ন, ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হীরা, উপজেলা কৃষক লীগের সাবেক আহ্বায়ক ও সাবেক জিএস আলমগীর হোসেন বাবু, উপজেলা যুবলীগের সভাপতি সুলতান মুহাম্মদ তালুকদার সুজন,যুবলীক নেতা শাহাদাৎ হোসেন, উপজেলা হোটেল রেস্তোরাঁ ও মিষ্টি দোকান শ্রমিক নেতৃবৃন্দ। আরোও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ এবং অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।