রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন কৃষক লীগ ও যুবলীগের উদ্যোগে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়েছে।ধান কাটার শ্রমিক সংকট ও তীব্র গরমে পাকা ধান কাটা নিয়ে দিশেহারা প্রান্তিক অঞ্চলের কৃষকরা।
বুধবার (১০ মে) এমন অবস্থায় রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের হেডম্যান পাড়ার বেশ কয়েকটি গরীব কৃষক পরিবারের জমির পাকা ধান কেটে দিয়ে কৃষকের পাশে দাঁড়িয়েছে বাঙ্গালহালিয়া ইউনিয়ন কৃষক লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আদোমং মারমা উদ্যোগে ইউনিয়ন কৃষক লীগ ও নবগঠিত ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ জমির ধান কাটায় অংশগ্রহণ করে।
কৃষক আচেমা মারমা (থুইসাং) বলেন, আমি জমির চাষ করার জন্য অনেক কষ্ট করেছি। তাছাড়া পানির সংকটও ছিলো। নিজে চাষ করেছি কিন্তু এখনবব ধান কাটার সময় শ্রমিক পাওয়া যাচ্ছেনা। আর একজন শ্রমিক ৮শ থেকে ১ হাজার টাকা করে মজুরি চাইছে যা আমার জন্য প্রায়৷ অসম্ভব। আমার কঠিন মুহুর্তের কথা বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমাকে জানালে তিনি আজ তার নেতাকর্মীদের নিয়ে এসে আমার জমির ধান কেটে দিয়েছে। তাদের প্রতি আমি ও আমার পরিবার চির কৃতজ্ঞ থাকবো।
বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা বলেন, মাননীয় প্রধানন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জননেতা দীপংকর তালুকদার এমপির দিক নির্দেশনায় দেশের যেকোন জায়গায় প্রান্তিক কৃষকের পাশে দাঁড়ানোর জন্য সর্বদা প্রস্তুত বাংলাদেশ কৃষক লীগের কর্মীরা। এরই ধারাবাহিতায় আজ বাঙ্গালহালিয়া ইউনিয়নের প্রান্তিক কৃষক আচেমা মারমা( থুইসাং) মারমার জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিলাম আজ।
শুধু আজ নয় বাঙ্গালহালিয়া ইউনিয়নে যদি আরো কৃষকের প্রয়োজনে আমরা সর্বদা প্রস্তুত আছি। এসময় উপস্থিত ছিলেন রাহুল বড়ুয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম তালুকদার, রাজু চৌধুরী,সুমন বড়ুয়া, এমদাদ হোসেন, অজয় দে, রানা চৌধুরী প্রমুখ।