বেতাগীতে ডিবি পুলিশের অভিযানে পতিতাসহ ৪ জন আটক

এইচ এম কাওসার মাদবর জেলা প্রতিনিধি, বরগুনা
বেতাগীতে ডিবি পুলিশের অভিযানে পতিতাসহ ৪ জন আটক
ছবিঃ প্রতিনিধি

বরগুনার বেতাগী পৌরশহরের মাছ বাজার এলাকার ‘ফাইভ স্টার’ আবাসিক বোডিংয়ে অভিযান চালিয়ে পতিতা এবং খদ্দেরসহ ৪ জনকে আটক করেছে বরগুনা ডিবি পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যার সাতটার দিকে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে অনৈতিক কাজে লিপ্ত থাকায় একটি কক্ষ থেকে জাহিদুল (৩৫) ও বুলবুলি (২৫)কে আটক করে। এ সময় ওই কক্ষে যৌন উপকরণ কনডম উদ্ধার করে ডিবি পুলিশ। পরে হোটেলের মালিক বাচ্চু আকন (৫২) ও তার সহযোগী আলামিনকে (৪০) আটক করে বরগুনা ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

অভিযান পরিচালনা শেষে বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। এ অভিযানে অনৈতিক কাজে লিপ্ত থাকায় চারজনকে গ্রেপ্তার করা হয়।
বর্তমানে আমরা হোটেলটি তালাবদ্ধ করে রেখে গেছি। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বেতাগীতে ডিবি পুলিশের অভিযানে পতিতাসহ ৪ জন আটক

বেতাগীতে ডিবি পুলিশের অভিযানে পতিতাসহ ৪ জন আটক
ছবিঃ প্রতিনিধি

বরগুনার বেতাগী পৌরশহরের মাছ বাজার এলাকার ‘ফাইভ স্টার’ আবাসিক বোডিংয়ে অভিযান চালিয়ে পতিতা এবং খদ্দেরসহ ৪ জনকে আটক করেছে বরগুনা ডিবি পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যার সাতটার দিকে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে অনৈতিক কাজে লিপ্ত থাকায় একটি কক্ষ থেকে জাহিদুল (৩৫) ও বুলবুলি (২৫)কে আটক করে। এ সময় ওই কক্ষে যৌন উপকরণ কনডম উদ্ধার করে ডিবি পুলিশ। পরে হোটেলের মালিক বাচ্চু আকন (৫২) ও তার সহযোগী আলামিনকে (৪০) আটক করে বরগুনা ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

অভিযান পরিচালনা শেষে বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। এ অভিযানে অনৈতিক কাজে লিপ্ত থাকায় চারজনকে গ্রেপ্তার করা হয়।
বর্তমানে আমরা হোটেলটি তালাবদ্ধ করে রেখে গেছি। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত