বরগুনার পাথরঘাটায় ১২ মন জাটকা ও সামুদ্রিক মাছসহ ২ জনকে আটক করেছে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড পাথরঘাটা।
বৃহস্পতিবার (১ জুন) রাত সাড়ে আটটার দিকে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম হাড়িটানার কোড়ালিয়া বাজার এলাকায় অবৈধ জাটকা ও সামুদ্রিক মাছসহ তাদের আটক করা হয়।
পাথরঘাটা কোস্ট গার্ড স্টেশান কমান্ডার লেঃ সাফায়েত আবরার বলেন, গত ২০ মে হতে আগামী ২৩ জুলাই ২০২৩ পর্যন্ত মোট ৬৫ দিন সমুদ্রে সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ, সরকারের এই আদেশ বাস্তবায়নে কোস্ট গার্ড সর্বদা তৎপর। এরি ধারাবাহিকত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের পশ্চিম হাড়িটানার কোড়ালিয়া বাজার এলাকায় সন্দেহভাজন দুটি অটোরিকশা তল্লাশি করে ১২ মন জাটকা ও সামুদ্রিক মাছসহ দুই জনকে আটক করা হয়।
পরে উপজেলা মেরিন ফিশারী কর্মকর্তা রিয়াজ হোসেন ও মৎস্য সহকারী নজরুল ইসলাম এর উপস্থিতিতে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা, অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয় এবং আটককৃতদের মুসলেকা নিয়ে আটোরিকসাসহ ছেড়ে দেওয়া হয়।

ছবিঃ প্রতিনিধি