মাদারীপুর সদর উপজেলার হাউসদী বাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ২০জন আহত হয়েছে। দুই গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ চলে কমপক্ষে ৩ ঘন্টা ধরে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
শুক্রবার (২ জুন) রাতে এ ঘটনাটি ঘটেছে । আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে সার্কাস দেখা নিয়ে মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ দুধখালী গ্রামের লোকদের সঙ্গে দুর্গাবর্দী গ্রামবাসীর কথা কাটাকাটি হয়। এর জেরে শুক্রবার রাতে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে জাফর খান, এমরান হাওলাদার, লিটু খান, রহমান খান, হুময়ুন বেপারী, জাফর আলি খাসহ কমপক্ষে ২০ জন গুরুতর আহত হন। তাদের মধ্যে টেঁটাবিদ্ধ একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, দুই গ্রামবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়া চলে প্রায় তিন ঘণ্টা। তুচ্ছ ঘটনার জেরে অনেকের ঘর বাড়িও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন জানান, দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।