জাতীয় সংসদে গণমুখী, জনবান্ধব ও মানব কল্যানমুখী বাজেট পেশ করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রিড়া সম্পাদক ও নড়াইল -২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা এমপির সৌজন্যে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
রবিবার (৪জুন) সকালে আওয়ামীলীগের অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে নড়াইল প্রেসক্লাব চত্বর থেকে আনন্দ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম, জেলা আওয়ামীলীগের সদস্য মোল্যা মাসুদুল হাসান সাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমূখ।
এসময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।