গবিতে সাংবাদিক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি

পলাশ চন্দ্র রায় ক্যাম্পাস প্রতিনিধি, গণ বিশ্ববিদ্যালয়
গবিতে সাংবাদিক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি

“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এ বছরের প্রতিপাদ্যকে সামনে রেখে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) এর উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (৫ জুন) বিকাল সাড়ে চারটায়  এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দেবদারু, জাম, বাগানবিলাস, কদবেল, আমলকী, লটকন, বিলম্ব, করমচা গাছের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, গবিসাসের সাধারণ সম্পাদক হাসিব মীর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রোমন হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আখলাক- ই রসুল সহ কমিটির অন্যান্য সদস্য, শিক্ষানবিশ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থী।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষ থেকে তোমরা যে কাজটি করলে এটি একটি উন্নয়নমূলক কাজ। আমাদের দেশে বনায়নের সংখ্যা কমে যাচ্ছে। গাছ লাগানোর পাশাপাশি যেনো পরিবেশ দূষণ না হয় যাকে আমরা ফিজিক্স এর ভাষায় বলি ‘ডিসর্ডার’ হয়ে যাচ্ছে। যদি এরকম ডিসর্ডার হয় তাহলে পরিবেশ খারাপের দিকে যাবে। আমাদের সকলকে এই বিষয়ে সচেতন হতে হবে।

গবিসাসের সভাপতি বরাতুজ্জামান স্পন্দন বলেন, একটি দেশের মোট আয়তনের ২৫ শতাংশ বনভূমি থাকা দরকার। সেখানে আমাদের দেশে বনভূমি প্রয়োজনের তুলনায় অপ্রতুল। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার কর্মসংস্থান ও বাসস্থানের যোগান দিতে গিয়ে নির্বিচারে বনভূমি ধ্বংস করা হচ্ছে। বৈশ্বিক উষ্ণায়নের বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণের একমাত্র পথ ব্যাপক পরিধিতে বৃক্ষরোপন করা। এ বিষয়ে শিক্ষার্থী ও দেশবাসীকে অনুপ্রাণিত করার লক্ষ্যে গবিসাসের এ আয়োজন।

উল্লেখ্য, ১৯৭৩ সালে জাতিসংঘ ৫ জুনকে ‘বিশ্ব পরিবেশ দিবস’হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে পরিবেশ রক্ষার সচেতনতা এবং নতুন পদক্ষেপকে উৎসাহিত করতে জাতিসংঘ যথাযথ গুরুত্ব সহকারে পরিবেশ দিবস পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গবিসাস এইদিনে প্রতিবছর ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

গবিতে সাংবাদিক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি

গবিতে সাংবাদিক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি

“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এ বছরের প্রতিপাদ্যকে সামনে রেখে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) এর উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (৫ জুন) বিকাল সাড়ে চারটায়  এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দেবদারু, জাম, বাগানবিলাস, কদবেল, আমলকী, লটকন, বিলম্ব, করমচা গাছের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, গবিসাসের সাধারণ সম্পাদক হাসিব মীর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রোমন হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আখলাক- ই রসুল সহ কমিটির অন্যান্য সদস্য, শিক্ষানবিশ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থী।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষ থেকে তোমরা যে কাজটি করলে এটি একটি উন্নয়নমূলক কাজ। আমাদের দেশে বনায়নের সংখ্যা কমে যাচ্ছে। গাছ লাগানোর পাশাপাশি যেনো পরিবেশ দূষণ না হয় যাকে আমরা ফিজিক্স এর ভাষায় বলি ‘ডিসর্ডার’ হয়ে যাচ্ছে। যদি এরকম ডিসর্ডার হয় তাহলে পরিবেশ খারাপের দিকে যাবে। আমাদের সকলকে এই বিষয়ে সচেতন হতে হবে।

গবিসাসের সভাপতি বরাতুজ্জামান স্পন্দন বলেন, একটি দেশের মোট আয়তনের ২৫ শতাংশ বনভূমি থাকা দরকার। সেখানে আমাদের দেশে বনভূমি প্রয়োজনের তুলনায় অপ্রতুল। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার কর্মসংস্থান ও বাসস্থানের যোগান দিতে গিয়ে নির্বিচারে বনভূমি ধ্বংস করা হচ্ছে। বৈশ্বিক উষ্ণায়নের বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণের একমাত্র পথ ব্যাপক পরিধিতে বৃক্ষরোপন করা। এ বিষয়ে শিক্ষার্থী ও দেশবাসীকে অনুপ্রাণিত করার লক্ষ্যে গবিসাসের এ আয়োজন।

উল্লেখ্য, ১৯৭৩ সালে জাতিসংঘ ৫ জুনকে ‘বিশ্ব পরিবেশ দিবস’হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে পরিবেশ রক্ষার সচেতনতা এবং নতুন পদক্ষেপকে উৎসাহিত করতে জাতিসংঘ যথাযথ গুরুত্ব সহকারে পরিবেশ দিবস পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গবিসাস এইদিনে প্রতিবছর ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত