খুলনার ডুমুরিয়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের আয়োজনে দলিল লেখকগণের কাজের দক্ষতা বৃদ্ধি ও নাগরিক সেবা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলা পরিষদ সম্প্রসারিত কমপ্লেক্স ভবনে দিন ব্যাপি অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।
উক্ত প্রশিক্ষণে সভায় সভাপতিত্ব করেন অঞ্জু দাস, উপজেলা সাব-রেজিস্ট্রার অঞ্জু দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্হিত ছিলেন মোঃ মোহায়মেনুর রহমান ফুলতলা সাব-রেজিস্ট্রার মোঃ মোহায়মেনুর রহামান ও বটিয়াঘাটা উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম।
এ সময় সাব-রেজিস্ট্রারের কার্যালয়য়ের অফিস সহকারি মোঃ মাহাবুবুর রহমান,ডুমুরিয়া উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ফারুক হোসেন খান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মোল্লা, দলিল লেখক সেলিম খানসহ সমিতির ৬৮ জন দলিল লেখক প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।