নড়াইলের ডিবি পুলিশ সিংগা গ্রামে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফরাহাদ সরদার (২৮) কে গ্রেফতার করেছে।
শুক্রবার (১৬জুন) রাত সাড়ে ৭টার দিকে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের সিংগা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফরাহাদ নড়াইল সদর উপজেলার সীমাখালী গ্রামের আবদার সরদারের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল ডিবি পুলিশের এসআই(নিঃ)অপু মিত্র সঙ্গীয় ফোর্সসহ সিংগা গ্রামে অভিযান চালিয়ে ফরাহাদ সরদারের প্যান্ডের পকেট থেকে ১৫০ পিস ইয়াবা উদ্বার করা হয়। পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন লোহাগড়া থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে ।