গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিন তথ্যানুসন্ধানে যানাযায় প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যায়ে সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মানের জন্য টেন্ডার আহবান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি পলাশবাড়ী। কাজটি পায় গাইবান্ধা শহরের ফরহাদ হোসেন নামের একজন ঠিকাদার। কাজের শুরু থেকে তিনি ব্যাপক দুর্নীতি ও অনিয়মের আশ্রয় গ্রহণ করেছেন বলে এলাকাবাসী সাংবাদিকদের জানান।
বেতকাপা ইউপির সাকোয়া গ্রামের হাবিব মিয়া জানান, ঝালাই করা রড, নিম্ন মানের পাথর, বালুর পরিবর্তে বিট বালু দিয়ে ঢালাই করা হচ্ছে।উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারী প্রতিষ্ঠানকে বলার পরে ও কাজ ঠিকমত হচ্ছে না। ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বলেন কাজের অনিয়মের হচ্ছে বিধায় আমি কাজ আটকে দিয়েছিলাম।এখন আবার কাজ হচ্ছে।
ঠিকাদার ফরহাদ হোসেন বলেন প্রকল্পে কোন অনিয়ম হচ্ছে না। কিছু রডের সমস্যা আছে ঠিক করে দিবো।উপজেলা প্রকৌশল অধিদপ্তর এলজিইডি পলাশবাড়ীর দায়িত্বপ্রাপ্ত কার্যসহকারী বলেন আমাকে কাজ দেখার দায়িত্ব দেয়া হয়েছে আমি শুধু দেখছি।কাজ বন্ধ করার এখতিয়ার আমার নেই।
উপজেলা প্রকৌশলী শাহরিয়ার কবির বলেন, রড জোড়া দিয়ে কাজ করার কথা আমি শুনেছি।কাজে অনিয়ম করা হচ্ছে বিধায় আমাকে জানানো হয়েছে।কাজে কোন অনিয়ম হলে ব্যাবস্থা গ্রহণ করা হবে।এলাকাবাসী সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মানের সরকারি টাকা যথাযথ ব্যাবহার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ করেছেন।