‘২৪০০ টাকার জন্য বন্ধুকে হত্যা’

,
‘২৪০০ টাকার জন্য বন্ধুকে হত্যা’

যশোরের ঝিকরগাছায় ২৪০০ টাকা পাওনা আদায়ের জেরে বন্ধুর হাতে আরেক বন্ধু খুন হয়েছে। উপজেলার শিওরদাহ গ্রামে একটি নির্মাণাধীন ভবনে এই ঘটনা ঘটে। খুনের ঘটনায় ঘাতক বন্ধু ইমরান সর্দার (২১) কে আটক করেছে পুলিশ।ইমরান শিওরদাহ গ্রামের মোহাম্মদ আজিজুর সরদারের ছেলে।

নিহত আল আমিন (২৫) বাউশা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে এবং শিওরদাহ গ্রামের মৃত মোসলের উদ্দীনের জামাতা। বিগত চারবছর সে শশুর বাড়িতেই থাকতো। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আল আমিনের সাথে ঘাতক ইমরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

শনিবার রাত দেড়টার দিকে আল আমিন তার বাড়ির পাশে একটি নির্মাণাধীন বাড়ির দুই তলার ছাদে অবস্থান করছিল। খবর পেয়ে ইমরান তার পাওনা ২৪০০ টাকা আদায়ের জন্য সেখানে যায়। একপর্যায়ে বাকবিতণ্ডার জেরে রড দিয়ে আল আমিনের মাথায় আঘাত করলে সে ছাদের উপর লুটিয়ে পড়ে। পরে সে দোতলার ছাদ থেকে নিচে পড়ে যায়। রোববার সকালে আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ঘাতক ইমরানকে আটক করেছে।

নিহতের নানা মোসলেম আলী বিশ্বাস জানান, আল আমিন চারবছর ধরে বিয়ে করে শিওরদাহ গ্রামে শশুর বাড়িতেই থাকতো। পাওনা টাকা নিয়ে তাকে খুন করা হয়েছে এমন খবর পেয়ে ছুটে এসেছি।

ঝিকরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, এ ঘটনায় নিহতের নানা মোসলেম আলী বিশ্বাস বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ আসামিকে আদালতে সোপর্দ করেছে। ময়না তদন্ত শেষে নিহতের অভিভাবকের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

নাভারণ সার্কেলের সিনিয়র এএসপি নিশাত আল নাহিয়ান জানান, ঘাতক ইমরান সর্দার এবং নিহত আল আমিন একে অপরের বন্ধু ছিল। শনিবার গভীর রাতে পাওনা টাকা আদায়ে কথা কাটাকাটির জেরে ইমরান রড দিয়ে আল আমিনের মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরদিন সকালে তাকে হাসপাতালে পাঠালে সেখানে সে মারা যায়। এ ঘটনায় ঘাতক ইমরানকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। হত্যায় ব্যবহৃত রড ও একটি রক্তমাখা জামা উদ্ধার করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

‘২৪০০ টাকার জন্য বন্ধুকে হত্যা’

‘২৪০০ টাকার জন্য বন্ধুকে হত্যা’

যশোরের ঝিকরগাছায় ২৪০০ টাকা পাওনা আদায়ের জেরে বন্ধুর হাতে আরেক বন্ধু খুন হয়েছে। উপজেলার শিওরদাহ গ্রামে একটি নির্মাণাধীন ভবনে এই ঘটনা ঘটে। খুনের ঘটনায় ঘাতক বন্ধু ইমরান সর্দার (২১) কে আটক করেছে পুলিশ।ইমরান শিওরদাহ গ্রামের মোহাম্মদ আজিজুর সরদারের ছেলে।

নিহত আল আমিন (২৫) বাউশা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে এবং শিওরদাহ গ্রামের মৃত মোসলের উদ্দীনের জামাতা। বিগত চারবছর সে শশুর বাড়িতেই থাকতো। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আল আমিনের সাথে ঘাতক ইমরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

শনিবার রাত দেড়টার দিকে আল আমিন তার বাড়ির পাশে একটি নির্মাণাধীন বাড়ির দুই তলার ছাদে অবস্থান করছিল। খবর পেয়ে ইমরান তার পাওনা ২৪০০ টাকা আদায়ের জন্য সেখানে যায়। একপর্যায়ে বাকবিতণ্ডার জেরে রড দিয়ে আল আমিনের মাথায় আঘাত করলে সে ছাদের উপর লুটিয়ে পড়ে। পরে সে দোতলার ছাদ থেকে নিচে পড়ে যায়। রোববার সকালে আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ঘাতক ইমরানকে আটক করেছে।

নিহতের নানা মোসলেম আলী বিশ্বাস জানান, আল আমিন চারবছর ধরে বিয়ে করে শিওরদাহ গ্রামে শশুর বাড়িতেই থাকতো। পাওনা টাকা নিয়ে তাকে খুন করা হয়েছে এমন খবর পেয়ে ছুটে এসেছি।

ঝিকরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, এ ঘটনায় নিহতের নানা মোসলেম আলী বিশ্বাস বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ আসামিকে আদালতে সোপর্দ করেছে। ময়না তদন্ত শেষে নিহতের অভিভাবকের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

নাভারণ সার্কেলের সিনিয়র এএসপি নিশাত আল নাহিয়ান জানান, ঘাতক ইমরান সর্দার এবং নিহত আল আমিন একে অপরের বন্ধু ছিল। শনিবার গভীর রাতে পাওনা টাকা আদায়ে কথা কাটাকাটির জেরে ইমরান রড দিয়ে আল আমিনের মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরদিন সকালে তাকে হাসপাতালে পাঠালে সেখানে সে মারা যায়। এ ঘটনায় ঘাতক ইমরানকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। হত্যায় ব্যবহৃত রড ও একটি রক্তমাখা জামা উদ্ধার করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত